গোলাপগঞ্জে পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশনের কর্মবিরতি পালন
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৯:২৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
পৌরসভার সামনে কর্মবিরতিতে অংশ নেয় পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক এলমিন সুলতানা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাছিত আহমদ, মাঃ জুবাউর আহমদ চৌধুরী, সগ সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, অর্থ সম্পাদক আবু সাইদ, নজরুল ইসলাম নিয়াজি, আব্দুল হান্নান, মোঃ জরুল ইসলাম, বেলাল আহমদ, মুবিন বেগম, বাবুল আহমদ, জাহেরা বেগম ও দিপংকর দাস দিপু।