সিলেটে ইয়াবা ও অস্ত্রসহ ১৩ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৯:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের জকিগঞ্জে পাইপগান, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ ১৩টি মামলার আসামী মোস্তাক আহমদ (৪৫) কে গ্রেফতার করেছে সিলেটের মাদক বিরোধী সেল। সে উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের মৃত আজব আলীর ছেলে।
রোববার রাত থেকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের মাদক বিরোধী সেলের ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বাধীন একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খাসেরা গ্রামে ও আশপাশের হাওরে একটানা অভিযান চালিয়ে সোমবার ভোর ৫টার দিকে মোস্তাক আহমদকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মোস্তাক আহমদের বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। বেশীরভাগ মামলায় সে পলাতক ছিলো। গ্রেপ্তার মোস্তাকের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদক বিরোধী সেল সিলেট।