রাজনগরে সেলাই মেশিন ও মুদি দোকানের মালামাল প্রদান
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৯:১৮ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ৬৯ টি পরিবারকে ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বেসরকারী সংস্থা সিএনআরএস এর বাস্তবায়নে সূচনা প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও মুদি দোকানের মালামাল প্রদান করা হয়েছে।
সিএনআরএস এর স্থানীয় কার্যালয়ে রবিবার (৩০ জুন) সকাল ১১টায় টেংরা ও রাজনগর সদর ইউনিয়নের ৪৩ টি পরিবারকে সেলাই মেশিন ও ২৬টি পরিবারকে মুদি দোকানের মালামাল দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান। এসময় উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের আইপিপিসি আনিছুর রহমান, ইউপিসি মো. আবু বকর, পিএসআইএসও মো. রইচ উদ্দিন, ইউসি সুবল মৃ, মেজাজুর রহমান আখন্দ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর ৫ নং ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, ইউপি সদস্য এনামুল হক চৌধুরী।