সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৮:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি নীনা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, নাজনীন হোসেন, বিলকিস নুর, বেগম শামসুন্নাহার, মাধুরী গুণ, আছিয়া খানম সিকদার, এ জেড রওশন জেবীন রুবা, মিসেস হেলেন আহমেদ, রেহেনা পারভীন, সাজেদা পারভীন, জাহানারা বেগম, হামিদা খান লনি, খোাদেজা ইসলাম রেহেনা শিকদার, নুরুন্নাহার, অঞ্জনা সরকার,জোস্না দাস, রুমা চক্রবর্তী, সাহিদা তালুকদার, মরিয়ম পারভীন, লিপি রানী বনিক, নুসরাত ইসলাম চৌধুরী, নাছিমা আক্তার, মালা রায়, নাজরা চৌধুরী, মিলি বেগম, মাধবী ভট্টাচার্য প্রমুখ।
সভায় প্রয়াত সাবেক সভাপতি রুবি ফাতেমা ইসলাম ও সহ-সভাপতি বিভা রানী ধরের শোক সভা আগামী ১৯ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং বিভিন্ন উপজেলা কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।-বিজ্ঞপ্তি