মৌলভীবাজারের ধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে আটক
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৬:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে এক কিশোরী ধর্ষণ মামলার আসামী রাব্বী মিয়া (২৭) কে চট্টগ্রামের বায়েজিত বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত রোববার ৩০ জুন রাতে এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার শেরশাহ নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বী মিয়া মৌলভীবাজার সদর থানার আথানগিরী গ্রামের মৃত রব্বান উল্যার ছেলে। উক্ত আসামী রাব্বী মিয়া গত ১৬ জুন মৌলভীবাজার সদর থানায় দায়ের করা ১২ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার (মামলা নং-১৭) এজাহার নামীয় আসামী।
গ্রেফতারের পর তাকে সোমবার( ১জুলাই) মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।