রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির বৃক্ষরোপন
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৪:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
রোটাবর্ষ ২০১৯-২০ এর প্রথম দিনে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির উদ্যোগে আজ ১লা জুলাই সোমবার দুপুরে সিলেট সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপন প্রজেক্ট গ্রহন করা হয়। ৩২৮২ এর সদ্য দায়িত্ব প্রাপ্ত ডিস্টিক্ট গভর্ণর লে.কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন প্রজেক্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা.হায়াতুল ইসলাম আকঞ্জি।
প্রধান অতিথির বক্তব্যে গভর্ণর এম আতাউর রহমান পীর বলেন যে,আমার দায়িত্ব পাওয়ার পর পরই গার্ডেন সিটির এই বৃক্ষরোপন প্রজেক্টটি মাইল ফলক হয়ে থাকবে। ছাত্রীরা এই ফলজও গাছ হইতে এক সময় ফলমূল খেতে পারবে। বিপুল সংখ্যক ছাত্রীদের উদ্যোগে তিনি বলেন তোমাদেরকে নিয়ে আজকে এই বৃক্ষরোপন করতে পারায় আমি খুবই আনন্দিত। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, আমার কর্ম মেয়াদের শেষ সময় রোটারি ক্লাবের মতো মহান প্রতিষ্ঠান এই বৃক্ষরোপন কর্মসূচী করায় গাছগুলি স্মৃতি হয়ে থাকবে। তিনি রোটারি ক্লাব অব গার্ডেন সিটির নেতৃবৃন্দ ও ছাত্রীদের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন,ডিস্টিক্ট সেক্রেটারি জেনারেল নিরেশ চন্দ্র দাশ, ডিস্টিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সেলিম খান, ডিস্টিক্ট ট্রেজারার মিজানুর রহমান, গার্ডেন সিটির এজাইন এসিস্টেন্ট গভর্ণর হানিফ মোহাম্মদ, এসিস্ট্যন্ট গভর্ণর এম সাহেদ হোসাইন, জালালাবাদ ক্লাবের জামিল চৌধুরী, কলেজের হোস্টেল সুপার প্রফেসর বশির আহমদ, গার্ডেন সিটির ফাস্ট প্রেসিডেন্ট নাজমুল ইসলাম খছরু, সদ্য দায়িত্ব প্রাপ্ত প্রেসিডেন্ট আব্দুস সামাদ নজরুল, প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুল জলিল মল্লিক, সেক্রেটারি মঈনুল ইসলাম,বুলেটিং এডিটর ছয়ফুল আলম, চীফ সার্জেন্ট এন্ড আর্মস আনোয়ার হোসেন প্রমুখ।