কানাইঘাটে ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৭:২৫ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটে ৫০০ গ্রাম গাঁজা সহ খয়রুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই সুফিয়ান মিয়া ও শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ খয়রুল ইসলাম (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত খয়রুল ইসলাম আগফৌদ নারাইনপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।