২৯ জুলাই সিলেট মহানগর যুবলীগের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৬:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট মহানগর যুবলীগের বর্ধিত সভা শনিবার (২৯ জুন) সোবহানীঘাটস্থ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিমের যৌথ পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ফজলুল হক আতিক।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২৯ জুলাই সিলেট মহানগর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হুমায়ুন রশীদ লাভলু, সুবেদুর রহমান মুন্না, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ লিটন, ফয়সল আজাদ খান, সাহেদ আহমদ, ফারুক আহমদ, রাহেল আহমদ চৌধুরী, তোজাম্মেল তাজুল ইসলাম, অ্যাডভোকেট গিয়াস, শ্যামল সিংহ, ফারুকুল ইসলাম ফারুক, কবির আহমদ শাহজাহান, আব্দুর রব সায়েম, মেহেদী কাবুল, সাজু ইবনে হান্নান খান, মুজিবুর রহমান, মুরাদ আহমদ মুরন, আনিসুর রহমান তিতাস, কলিংন্স সিংহ, মিনহাজ চৌধুরী লিটন, ইকবাল হোসেন প্রমুখ।