নবীগঞ্জ পৌরসভার ৩৭ কোটি ৮৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৪:৫৭ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
নতুন কোন কর-আরোপ ছাড়াই হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করেছেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। রবিবার দুপুরে পৌরসভার হলরুমে প্রস্তাাবিত বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষনা করা হয়। পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন, মাওলানা আব্দুর রকিব হক্কানী। গীতা পাঠ করেন সহকারী-কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তী।
পৌরসভার সচিব আজম খাঁনের পরিচালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর বাবুল দাশ, মোঃ আলা-উদ্দিন, কবির মিয়া, সুন্দর আলী, জায়েদ চৌধুরী, ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভপাতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার,মোঃ আলমগীর মিয়া,শাহ মিজানুর রহমনান মিজান,সেলিম তালুকদার,শামিম চৌধুরী, বুলবুল আহমেদ, মিজানুর রহমান সুহেল, শওকত আহমেদ, মোঃ নাবিদ মিয়া, এস এম আমীর হামজা প্রমুখ।
উক্ত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৮৪ লক্ষ ১০ হাজার ৫শত ১২ টাকা। মোট ব্যয় ৩৭ কোটি ৭০লক্ষ ১৪হাজার ৭শত টাকা। সার্বিক উদ্বৃত্ত ১৩ লক্ষ ৯৫হাজার ৮শত ১২ টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ২৯ লক্ষ ৯০ টাকা। এ ছাড়া ও মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ৩৩ কোটি ৪০ লক্ষ ২৪ হাজার ৭ শত টাকা । সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ৩৭ কোটি ৭০ লক্ষ ১৪ হাজার ৭ শত টাকা। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন আগামী পৌর বাজেটের কাজ সম্পূর্ন বাস্তবায়ন হলে প্রথম শ্রেনীর খেতাব প্রাপ্ত পৌরসভায় মডেল হিসাবে রুপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি।