সিলেটে পুলিশি অভিযানে ৮ তীর জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৩:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে ৮ তীর জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০জুন) বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।
পুলিশ সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর পাঠানটুলার নর্থ ইস্ট পেট্রোল পাম্পের পার্শ্বে আকস্মিক অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। এসময় শিলং তীর নামক জুয়ার আসর থেকে ৮জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঠানটুলা (শ্রাবনী-৭) এর বাসিন্দা মাসুক আহমদ টেনুর ছেলে জুবেল আহমদ, পাঠানটুলা ফয়সল মিয়ার কলোনীর ভাড়াটিয়া মো. মকবুল হোসেনের ছেলে মো. মিন্টু মিয়া, পাঠানটুলা (শ্রাবনী-৪১) এর বাসিন্দা মো. আফতাব আলীর ছেলে মো. জাবেদ আহমদ, পাঠানটুলা (শ্রাবনী-১৯) এর বাসিন্দা -মৃত মজিদ মিয়ার ছেলে আমিনুল ইসলাম বাবু, জালালাবাদ আবাসিক এলাকার ২৮/৫নং বাসার ভাড়াটিয়া মাসুক মিয়ার ছেলে মো. আলা উদ্দিন, পাঠানটুলা (শ্রাবনী-২৯) এর বাসিন্দা মৃত আব্দুল কাদেরের ছেলে কবির হোসেন, রাগীব আলী মেডিকেল কলেজের পিছনের ফারুক মিয়ার কলোনীর বাসিন্দা সুজন আহমদের ছেলে সুমন আহমদ, পাঠানটুলা (শ্রাবনী-এ/২৯) এর বাসিন্দা নজরুল ইসলামের ছেলে হাবিবুল ইসলাম মুহিন।
এব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।