গণআন্দোলনের মাধ্যমে বৃহত্তর জৈন্তিয়ার মৌলিক দাবী আদায় করা হবে
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ১:০৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বীর মুক্তিযোদ্ধা, জৈন্তিয়ার কৃতি সন্তান, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জয়ন্ত কুমার সেন এনডিসি বলেছেন, তীব্র গণআন্দোলনের মাধ্যমে বৃহত্তর জৈন্তিয়ার মৌলিক দাবী দাওয়া আদায় করা হবে। আন্দোলন ছাড়া কোন বড় দাবী আদায় করা যায় না। বৃহত্তর জৈন্তিয়াকে আলোকিত জৈন্তিয়ায় পরিণত করতে আমরা বদ্ধ পরিকর। বৃহত্তর জৈন্তিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তা বাংলাদেশের আর কোথাও নেই। কিন্তু আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
তিনি গতকাল ২৯ জুন শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর আহবায়ক লাল মোহন দেব এর সভাপতিত্বে এবং আহমেদ মোস্তাকিন ও এডভোকেট আল আসলাম মুমিন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট আলতাফ হোসেন এপিপি।
মৌলানা এম.এ রহিম এর পবিত্র কুরআন তেলাওয়াত করেন ও গীতা পাঠ করেন কৃতি সিদ্ধু চক্রবর্ত্তী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সচিব বদরুল হক, ঢাকা নটরডেম কলেজের সাবেক অধ্যাপক মনোজ কুমার সেন। ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা পরিষদ সদস্য মহিবুল হক, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জালাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মাহবুব আহমদ চেয়ারম্যান, খালেদ আহমদ চেয়ারম্যান, শাহ আলম চৌধুরী তোফায়েল, মাওলানা আবুল হোসেন চতুলী চেয়ারম্যান, এডভোকেট এম.এ রহিম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট ছয়ফুল আলম, রফিকুল হক, নাজমুল আলম রুবেল, বাবুল হোসেন, খলিলুর রহমান জীবন, গোয়াইনঘাট সমিতির সভাপতি জসিম উদ্দিন, এডভোকেট শাহজাহান চৌধুরী এপিপি, নজরুল ইসলাম, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, আলী আকবর, আব্দুল মালেক, খোদেজা রহিম কলি, আলতাফ হোসেন বেলাল, দেলোয়ার হোসেন, খোকন রঞ্জন দে, আব্দুর রউফ, শওকত আলী, জাহেদুল ইসলাম রুবেল, শাহিন আলম, মঞ্জুর আহমদ, এডভোকেট মোবারক হোসেন, আব্দুস সামাদ উজ্জল, আহবাবুর রশিদ লিমন, এম.এ সালাম প্রমুখ।
সভায় গণতান্ত্রিক পন্থায় লাল মোহন দেবকে (জৈন্তাপুর) সভাপতি, এডভোকেট এম.এ রহিম (কানাইঘাট) কে সাধারণ সম্পাদক, এডভোকেট আল আসলাম মুমিন (গোয়াইনঘাট) কে সাংগঠনিক সম্পাদক, এডভোকেট শাহজাহান চৌধুরী (কোম্পানগঞ্জ) কে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি