সিলেটে ২১ দিন মেয়াদী আনসারদের প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ১২:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
পল্লী অঞ্চলের ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে করে দেশের মানুষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি দ্বারা উপকৃত হয়। ২৯ জুন শনিবার সিলেট নগরীর আখালিয়া আনসার-ভিডিপি কার্যালয়ে ১৩টি উপজেলার ১২৬ জন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডরদের ২১ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার-ভিডিপি’র সিলেট বিভাগীয় রে পরিচালক মোঃ আব্দুস সামাদ উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় বক্তব্য রাখেন প্রশিক্ষণের কোয়াটার মাষ্টার সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিজানুর রহমান ভূইয়া, দক্ষিণ সুরমার প্রশিক্ষক আব্দুল বাসিত, প্রশিক্ষণার্থী আফতাব উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মিসবাহ উদ্দিন।
প্রধান অতিথি আব্দুস সামাদ আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেন। ’৫২-র মাতৃভাষা আন্দোলনে বীর সৈনিক আব্দুল জব্বার ছিরেন একজন আনসার কমান্ডার। বাংলার ভাষার জন্য নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আনসার বাহিনীর সুনাম অর্জন করে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পরিশ্রমের মাধ্যমে নিজেকে স্বালম্বী করে গড়ে তুলতে এবং পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে, দেশের ক্ষুদা দায়িত্ব রোধ করতে হবে। সর্বশেষে তিনি গ্রাম-গঞ্জের চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী ও শিশু নির্যাতন, অসামাজিক কার্যকলাপ রোধ ও অপরাধ নির্মূল করতে প্রশিক্ষণ প্রাপ্ত আনসার-ভিডিপিদের কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি