দুবাইয়ে বাংলাদেশির সততার অনন্য নজির, ফিরিয়ে দিলেন ১৫ কেজি স্বর্ণ
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ১১:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সততার অনন্য নজির গড়লেন তাহের আলি মকবুল নামের বাংলাদেশি এক পরিচ্ছন্নতা কর্মী। ব্যাগ ভর্তি বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি মূল্যের ১৫ কেজি স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন তিনি। শনিবার এ জন্য দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুশি হয়ে তাকে সম্মাননাস্বরূপ প্রশংসাপত্র প্রদান করে। খবর খালিজ টাইমসের।
জানা যায়, প্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। যা বেতন পান তা দিয়েই সংসার চালান তিনি। সম্প্রতি নিজের কর্মস্থলে একটি ব্যাগভর্তি ১৫ কেজি ওজনের স্বর্ণ কুড়িয়ে পান তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান এবং ওই স্বর্ণভর্তি ব্যাগ আরটিএর অধিদপ্তরে জমা দেন।
বিপুল অর্থের সেই স্বর্ণ ভর্তি ব্যাগ পাওয়ার পরপরই তাহের আলি ওই এলাকার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ও ব্যাগসহ তা ফেরত দেন। মকবুল আরব আমিরাতের দুবাইস্থ আল সাবখা পার্কিং এলাকায় ব্যাগটি পেয়েছিলেন।