সিলেটে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ১০:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। উজানের বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকলে অকাল বন্যার আশঙ্কা দেখা দেয়। তবে শনিবার (২৯ জুন) বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি অনেকটা কমে এসেছে।
অবশ্য নদীগুলোর পানি কমলেও দু’একটি পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিলেট।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশার দেওয়া তথ্য মতে, শনিবার বিকেল ৩টা পর্যন্ত সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনো কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার ওই পয়েন্টে সুরমার পানি ১২ দশমিক ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শুক্রবার (২৮ জুন) পানির গতি প্রবাহ ছিল ১২ দশমিক ৯০ সেন্টিমিটার।
সিলেটে সুরমার পানি শুক্রবারের চেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে ডেঞ্জার লেভেল ১০ দশমিক ১৫ সেন্টিমিটার থাকলেও শনিবার ৯ দশমিক ৯৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের দিন শুক্রবার পানির গতি প্রবাহ ছিল ১২ দশমিক ৩০ সেন্টিমিটার।
একইভাবে, জকিগঞ্জের অমলশীদে কুশিয়ারা নদীর পানি আগের দিন ১৩ দশমিক ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহমান ছিল। অর্থাৎ ডেঞ্জার লেভেল ১৪ দশমিক ৯৫ ছুঁই ছুঁই ছিল। শনিবার ৮৬ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ০৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটের জৈন্তাপুরে পাহাড়ি নদী সারি শুক্রবার ১২ দশমিক ৩০ সেন্টিমিটার দিয়ে প্রবাহমান ছিল। শনিবার ২৮ সেন্টিমিটার কমে ১১ দশমিক ০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কানাইঘাটের পাহাড়ি নদী লোভাছড়া ১৩ দশমিক ৫৮ ও মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছেন পাউবো’র ওই কর্মকর্তা।
এছাড়া, সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহমান রয়েছে। ওই পয়েন্টে ডেঞ্জার লেভেল ধরা হয় ৭ দশমিক ২০ সেন্টিমিটার। শুক্রবার পানির গতি প্রবাহ ছিল ৭ দশমিক ৮৮ সেন্টিমিটার। শনিবার তা নেমে এসেছে ৭ দশমিক ৪১ সেন্টিমিটারে। এখনো বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে।
বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অতিবৃষ্টিতে শুক্রবার পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া সিলেটের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে।