কাল হযরত শাহজালাল (রহ.) এর লাকড়ি তোড়া উৎসব
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ৯:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে হযরত শাহজালাল (র.) “লাকড়ি তোড়া” উরুস শরীফ এবং সিলেট বিজয় উৎসব আগামীকাল ৩০ জুন রোববার উদযাপিত হবে। গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হয়রত শাহজালাল (র.) কর্তৃক সিলহট বিজিত হয় ৭০৩ হিজরী ১৩০৩ খ্রিষ্টাব্দ । হযরত বাবার জীবদ্দশায় তাহার মুর্শিদ হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দ্দী (র.) ৭২৫ হিজরীর ২৬ শে শাওয়াল ইন্তিকাল করেন। পরবর্তী বৎসর হইতে সিলেট বিজয়োৎসব এবং হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দ্দী (র.) এর উরুস উৎসব একই দিনে একই সঙ্গে একই টিলায় উদযাপিত হয়ে আসছে।
এই টিলাটি লাক্কাতুরা ও মালনি ছড়া চা-বাগানের মধ্যখানে অবস্থিত।
চিরাচরিত্র প্রথা অনুযায়ী আগামী ২৬ শে শাওয়াল ১৪৪০ হিজরী মোতাবেক ১৬ ই আষাড় ১৪২৬ বাংলা ৩০শে জুন ২০১৯ খ্রিষ্টাব্দ রোববার “লাকড়ি তোড়া” উরুস শরীফ এবং সিলেট বিজয় উৎসব উদযাপিত হবে।
বিভিন্ন স্থান থেকে এই দিন সকাল হতে হযরত শাহজালাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানরা মিছিল সহকারে দরগাহ শরীফ সমবেত হয়ে যোহরের নামাজ আদায় করে লাকড়ি তোড়া উরুস এর স্থানের উদ্দেশ্যে মিছিল সহকারে যাবে। সেখানে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভক্ত আশেকানগণ লাকড়ি নিয়া দরগা শরীফে ফিরে আসবেন।
উক্ত উরুস শরীফে ও সিলেট বিজয় দিবসে ভক্ত ও আশেকানগণ শান্তিপূন ও আদবের সাথে যোগদান করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।