সুনামগঞ্জে সড়কে মাছ শিকার
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ৮:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ভারি বর্ষণে সুনামগঞ্জের পৌর শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। তলিয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক এবং অলি-গলিও। বৃষ্টির পানিতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ভেতরেও পানি ঢুকেছে। সেই পানি কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান উচ্চতায় গিয়ে পৌঁছেছে। এতে জনভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হলেও কেউ কেউ সড়কে জমে থাকা পানিতে মাছও শিকার করেছেন। এসব এলাকার শিশুরাও মেতে ওঠেছিল আনন্দে। শুক্রবার পৌর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেছে।
পৌর এলাকার আনিছা ক্লিনিকের সামনে কনুই জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে কয়েকজনকে। এছাড়াও পৌরসভার পুকুর সংলগ্ন রাস্তায়, মমিনূল মউজদীন সড়কে, নতুনপাড়াসহ বিভিন্ন সড়কের পানিতে মাছ ধরতে দেখা যায় অনেককে।
মাছ শিকারিরা জানান, সকাল থেকে বেশির ভাগ সড়কেই হাঁটু পর্যন্ত পানি রয়েছে। বাড়তি এ পানির কারণে আশপাশের পুকুরের মাছ ভেসে সড়কে চলে এসছে। তাই এলাকার মানুষ সড়কেই মাছ শিকারে নেমে পড়েছেন।