কাজির বাজার সেতু পরিষ্কার করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি’
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ৮:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ :
‘আমার শহর, পরিচ্ছন্ন শহর’- এই সচেতনতামূলক স্লোগানে গড়ে উঠেছে পরিচ্ছন্নতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন সিটি। যেখানে অসচেতন মানুষেরা শহরের বিভিন্ন জায়গা ও রাস্তায় বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ফেলছে, সেখানে শহরের নিঃস্বার্থ পরিচ্ছন্নতা কর্মীরা সেই আবর্জনা পরিষ্কার করে জনগণকে বার্তা দিচ্ছে পরিচ্ছন্ন থাকার ও রাখার।
সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (২৯ জুন) পরিচ্ছন্ন হয়েছে নগরীর মানুষের ঘুরে বেড়ানোর অন্যতম স্থান কাজিরবাজার সেতুর (সেলফি ব্রিজ) ওপার-ওপার। ছুটির দিন কিংবা বিকেল হলে অনেকে আসেন এই সেতুতে একটু নিজের মতো সময় কাটাতে। ঘুরে বেড়ানোর মাঝে অনেকে অসচেতনতার মাধ্যমে আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করে ফেলেন এই পরিচিত সেতুটি। ক্লিন সিটির একদল কর্মী আজ সেখানে পরিচালনা করেছেন নিজেদের পরিচ্ছন্নতা কার্যক্রম।
ক্লিন সিটির একমাত্র স্বপ্ন হলো জনগণকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা করা ও সিলেটকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা। সংগঠনের সদস্যরা সবাইকে অনুরোধ করেছেন পরিচ্ছন্নতা নগরী গড়তে যেখানে-সেখানে আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে।