জগন্নাথপুরে একাদশে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ৮:১৮ অপরাহ্ণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জগন্নাথপুরের আটটি কলেজের মধ্যে চারটি কলেজে এক হাজার টাকা করে নেওয়া হলেও অপর কয়েকটি কলেজে দুই থেকে তিন হাজার টাকা করে ভর্তি ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ২৭ জুন থেকে জগন্নাথপুরের আটটি কলেজে এইচএসসিতে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। আজ শনিবার ভর্তির শেষ দিন। কলেজগুলো হচ্ছে জগন্নাথপুর সরকারি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয়, সৈয়দপুর আদর্শ কলেজ, রানীগঞ্জ কলেজ, চন্দন মিয়া সৈয়দ্দুনেচ্ছা কলেজ, ষড়পল্লী স্কুলে অ্যান্ড কলেজ, শ্রীরামসি হাই স্কুল অ্যান্ড কলেজ ও নয়াবন্দর স্কুল অ্যান্ড কলেজ। এসব কলেজের মধ্যে জগন্নাথপুর সরকারি কলেজে মানবিক ও বিজ্ঞান বিভাগের নতুন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি ফি দুই হাজার পাঁচশত টাকা করে নেওয়া হচ্ছে। শাহজালাল মহাবিদ্যালয় থেকে দুই হাজার টাকা ও সৈয়দপুর আদর্শে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে রানীগঞ্জ কলেজ, নয়াবন্দর স্কুল অ্যান্ড কলেজ, ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজ ও চন্দন মিয়া সৈয়দ্দুনেচ্ছা কলেজে এক হাজার থেকে পাঁচশত টাকা আদায় করা হচ্ছে।
জগন্নাথপুর সরকারি কলেজের আবু হেনা নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন, বোর্ড নির্ধারিত ফি এক হাজার টাকা শুনেছি। অথচ আমাদের সরকারি কলেজে আড়াই হাজার টাকা করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। গতকাল আমি আমার একজন স্বজনকে মানবিক বিভাগে আড়াই হাজার টাকা দিয়ে ভর্তি করেছি।
এ বিষয়ে জানতে মুঠোফোনে জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। আবার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, বোর্ডের নির্দেশনা আমাদের কলেজ ভর্তি ফি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা এ থেকে কিছুটা কম নিচ্ছি। কত টাকা করে নিচ্ছিন জানতে চাইলে তিনি নিদিষ্ট করে বলেননি।
নয়াবন্দর স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা এক হাজার টাকা থেকে পাঁচশত টাকা করে ফি নিচ্ছি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপজেলা পর্যায়ের কলেজগুলোতে এইচএসসিতে ভর্তি ফি এক হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে। জগন্নাথপুরে কেন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই।