সংসদে ঢাকা-সিলেট চারলেন ও বুলেট ট্রেন চালুর দাবি জানালেন ড. মোমেন
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ৫:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ :
জাতীয় সংসদে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন ও রেলপথে এসি-বুলেট ট্রেন চালুর দাবি জানালেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি সিলেট বিমানবন্দর, সদর হাসপাতাল ও ডিজিটাল সিটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।
আজ শনিবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন ও সিলেট-চট্টগাম রেললাইনের উন্নীতকরণের দাবি জানান। ড. মোমেন সিলেট রুটে এয়ারকন্ডিশন ট্রেন না থাকার কথা উল্লেখ করে এই রুটে শীঘ্রই এসি ও বুলেট ট্রেন চালুর দাবি জানান।এ সময় তিনি সিলেটবাসীর একাধিক দাবি সংসদে তুলে ধরেন।
এছাড়া বিদেশে কর্মরত বাংলাদেশিদের সার্বক্ষণিক সহায়তা ও পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সরকার ‘দূতাবাস’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মোমেন বলেন, আমাদের দেশের ১ কোটি ২০ লাখ মানুষ বিদেশে থাকেন। এই জনসংখ্যার জন্য ২৪ ঘণ্টা সহযোগিতা করতে ‘দূতাবাস’ নামে একটি মোবাইল অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি। এটা চালু করার পর প্রবাসীরা ঘরে বসেই দেশে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ করতে পারবেন ও সহযোগিতা পাবেন।