মৌলভীবাজারে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ৪:৩০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে ও ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য-সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন পোর্টালের ২৯ জন প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২২ জন, কমলগঞ্জ প্রেসক্লাবের ২জন, মৌলভীবাজার প্রেসক্লাবের ২ জন, কুলাউড়া প্রেসক্লাবের ১জন এবং হবিগঞ্জ প্রেসক্লাবের ২জন করে সাংবাদিকরা এতে অংশ নেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক সেলিম সামাদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব কামরুজ্জামান কামাল, দৈনিক কালেরকণ্ঠরে ডেপুটি চিফ রিপোর্টার পার্থ সারথি দাস, ডেইলি অবজারভার এর রিপোর্টার শাপলা রহমান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রীস আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকাল অফিসার ডা. মহসিন।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারিদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।