ওসমানী হাসপাতালে অজ্ঞাত পুরুষের লাশ, পরিচয়ের খোঁজে পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ২:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক পুরুষের লাশ পাওয়া গেছে। লাশের পরিচয় না পাওয়ায় শনাক্ত করতে স্বজনদের সন্ধান করছে কোতোয়ালী থানা পুলিশ।
সিলেট কোতোয়ালী থানা পুলিশ জানায়- বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮ টার দিকে ২৬ নং ওয়ার্ডের বাহিরে অজ্ঞাত এক লোকের মৃতদেহ পাওয়া গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে না পারায় তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পুলিশ তার স্বজনদের সন্ধান করছে।
বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে উল্লেখ করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া অজ্ঞাত লোকটির পরিচয় জানতে সবার সহযোগিতা চেয়েছেন।
কেউ তার পরিচয় জানলে ওসি কোতয়ালী মডেল থানা, সিলেট মহানগর পুলিশ অথবা এসআই রাজিবের সাথে উল্লেখিত মোবাইল নাম্বারে (০১৭১৩ ৩৭৪৫১৭, ০১৭৩৭ ৩৫৫৯০১) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।