সিলেটে সবক’টি ফ্লাইট সিডিউল লণ্ডভণ্ড, আটকা ছিলেন লন্ডনসহ বিভিন্ন দেশের যাত্রীরা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ১:৪০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
বৈরী আবহাওয়ার কারণে গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সবক’টি এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল লণ্ডভণ্ড হয়ে যায়। এ কারণে যাত্রী দুর্ভোগ দেখা দেয়। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রায় ২০ মিনিট সিলেটের আকাশে ঘুরে অবতরণ করতে না পেরে ঢাকায় চলে যায়। ফ্লাইট সিডিউল লণ্ডভণ্ড হয়ে পড়ায় লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা সিলেটে আটকা পড়েন। সাংবাদিক শাব্বির আহমদ ফয়েজ জানিয়েছেন- ঢাকা থেকে বিমানের ৬০৫ ফ্লাইটটি শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। ওই ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্বে ৫টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। কিন্তু সিলেটে এসে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিমান। কয়েকবার চেষ্টা করেও বিমানের উড়োজাহাজটি ওসমানীতে অবতরণে ব্যর্থ হয়।
পরে যাত্রীদের নিয়ে বিমান ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়। শাহ্জালাল বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলকে পেয়ে সিলেটের যাত্রীরা তাদের দুর্ভোগের কথা জানান। এদিকে- ওই ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় যাওয়ার কথা ছিলো বহির্বিশ্বের যাত্রীদের। ফ্লাইট অবতরণ করতে না পারায় তারাও আটকা পড়েন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন- খারাপ আবহাওয়া থাকায় সকালের দিকে ফ্লাইট নামেনি। তবে- দুপুরের আগেই যথা সময়ে সব ফ্লাইট নেমেছে এবং চলে গেছে। বিমানবন্দরের বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন- দুপুরের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃটেন ও সৌদি আরব থেকে আসা দু’টি ফ্লাইট অবতরণ করে। এছাড়া সাড়ে ১১ টার দিকে ফিরে যাওয়া ফ্লাইটটি আবার সিলেট আসে। বৈরী আবহাওয়ার কারণে এমনটি হয়েছিলো। দুপুরের দিকে সব ঠিক হয়ে যায়। এ কারণে শুধু বাংলাদেশ বিমানই নয়, বিভিন্ন এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট বিলম্বে নামে।