বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন : ৭ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ১০:৪৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মোঃ আজাদ মিয়া ও মোঃ রকিব আলী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মনির হোসেন মনি, ২নং ওয়ার্ডের সদস্য পদে মাওলানা জয়নাল আবেদীন, বিপুল রায়, আনোয়ার আলী ও বদরুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ১৩ জুলাই বালাগঞ্জ বাজার বণিক সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি দুই পদের জন্য দুইজন মনোনয়ন দিয়েছিলেন কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে ইকবাল হোসেন মনির হোসেন মনিকে সমর্থন জানিয়ে এবং ২নং ওয়ার্ডে ৫ জনের মধ্যে আমিনুল ইসলাম সুমন বাকী ৪ জনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।