গোলাপগঞ্জে আকলিছ উদ্দিন চৌধুরী ট্রাষ্টের বার্ষিক বৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ১০:০২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী এডিুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্র্রষ্টের বার্ষিক বৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবী আলহাজ্ব মসনুন চৌধুরী। ট্রাষ্টের অন্যতম ট্রাস্টি, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
তিনি তাঁর বক্তব্যে সমাজে অসহায়, দরিদ্র ও সুবিধা বি তদের কল্যাণে ট্রাষ্টের কার্যক্রমের প্রশংসা করেন। মরহুম আকলিছ চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, সাদা মনের এ মানুষটি ব্যাক্তিত্ব জীবনের অধিকাংশ সময় প্রবাসে কাটালেও মাতৃভূমির কথা চিন্তা করেই গঠন করেছেন সমাজ কল্যাণমূলক ট্রাষ্টটি। বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আশরাফুল ফেরদৌস চৌধুরী।
রনকেলী মুহি-উস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আব্দুর রহিম মসরুরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সেক্রেটারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী, বক্তব্য রাখেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সফির আহমদ চৌধুরী আফসর, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সমাজসেবী আব্দুল লতিফ সরকার, এম সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২হাজার টাকা করে ১লক্ষ ৬৮হাজার টাকার বৃত্তি ও ৩টি মসজিদে ১৪হাজার করে ৪২ হাজার অনুদান,৭বান্ডিল ঢেউটিন ও দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকাসহ সর্বমোট ২লক্ষ ৭০হাজার টাকা বিতরণ করা হয়।