শাহপরান থানা তালামীযের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৯:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ
উপমহাদেশের প্রখ্যাত বুযূর্গ শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রহ.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরান রহ. থানা শাখার ২০১৯-২০২০ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭জুন, ২০১৯) বিকাল ৩ টায় হযরত শাহপরান রহ. হাফিজিয়া মাদরাসা কনফারেন্স হলে থানা শাখার সদ্যসাবেক সভাপতি মুহা. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু বকরের পরিচালনায় কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর পাঠাগার সম্পাদক হাফিজ সাদ উদ্দিন, শাহপরান থানা আল ইসলাহ সহ সভাপতি ও শাহপরান রহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সাদিকুর রহমান, জেলা তালামীযের অর্থ সম্পাদক লাবিবুর রহনান লাবলু, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আইনুল।কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. আবু বকরকে সভাপতি, জুবেল আহমদকে সাধারণ সম্পাদক এবং সাহেল আহমদ তামিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ২০১৯-২০ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি আমিনুল এহসান জাবির, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ ও বুরহান উদ্দিন রব্বানী, সহ সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল ইসলাম, মহসিন আলম প্রচার সম্পাদক তাহমিদুর রহমান আবির, সহ প্রচার সম্পাদক আমিনুর রশিদ, জসিম উদ্দিন, আব্দুল্লাহ বিন আলী, অর্থ সম্পাদক আলবাব হোসেন রজব, অফিস সম্পাদক মুহাম্মাদ মুয়িদুল ইসলাম, সহ অফিস সম্পাদক বাবলু হোসেন, জামাল আহমদ, রাজন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক ফরহাদ আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান তাজেল, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, আব্দুর রাজ্জাক, নাসিম আহমদ এবং সদস্য পদে রবিউল ইসলাম, নূর আলম, রাজু আহমদ, নজির আহমদ, আব্দুল্লাহ আল মামুন, সামছুদ্দিন, নাইম আহমদ।