ট্রাক-মেক্সির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৮:৫২ অপরাহ্ণ
ছনি চৌধুরী,হবিগঞ্জ থেকে:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ট্রাক-মেক্সির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হারিয়া এলাকার হাইওয়ে ইন হোটেল এর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেক্সির চালক চুনারুঘাট উপজেলার শ্রীকৃট্টা গ্রামের জাহিদ মিয়া(২৫)। তাৎক্ষণিক নিহত অপর ট্রাকের হেলপারের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় চট্টগ্রামগামী ট্রাক ও হবিগঞ্জগামী মেক্সি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হারিয়া এলাকার হাইওয়ে ইন হোটেল এর নিকটে পৌছামাত্রই মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে দুজন নিহত হন। এবং ৫জন আহত হন।
এসময় মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।