সিলেটের কুখ্যাত ফুলু ডাকাত পুলিশের খাঁচায়
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৮:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কুখ্যাত ফুলু ডাকাত পুলিশের খাঁচায় বন্দী। সে জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ৬ টি মামলা রয়েছে। আবদুস শীদ ওরফে ফুলু (৩২) সিলেটের কুখ্যাত ডাকাত বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেট নগরী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে আনিছুর রহমান জানান।
আবদুস শহীদ ওরফে ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদেহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে। সে সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলে পুলিশ জানিয়েছে।
সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান খান জানান, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেটে যোগদানের পর থেকে পলাতক ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ফুলু ডাকাতকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সিলেট জেলার কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজার থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে জানান আনিছুর রহমান