সিলেট ঘুরে গেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৪:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সাংগঠনিক কর্মসুচি অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন বিন ছাত্তার গত ২৪ জুন হতে ২৭জুন পর্যন্ত তিন দিনের সফর সমাপ্ত করে ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
সিলেটে অবস্থানকালে তিনি ঐতিহ্যবাহী এম, সি কলেজ, মদন মোহন কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়,ও শাহাজাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সাংগঠনিক কার্যক্রমের খোঁজ এবং নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। সেই সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচী অনুযায়ী বৃক্ষ রোপণে অংশগ্রহণ করেন।
এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এম পি জনাব সফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, মহনাগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমেদ সেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদসহ অঙ্গ সংঘটনের অন্যান্য নেতা কর্মিদের সাথে সাক্ষাৎ করেন।
এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুর রহমান মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মিজান পারবেজ,ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ডিনার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক বিপ্লব দাশ,মদন মোহন কলেজ ছাত্রলীগ সভাপতি ছানি, সাধারন সম্পাদক লিমন, কৃষি বিশ্ববিদ্যালয় সভাপতি বাবলু ,বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মিফতা, এবং সিলেট থেকে বিদায়কালে সৌজন্য সাক্ষাৎ করেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক ইমন, ছাত্রলীগ কর্মী এখতিয়ার,শাহজাহা, মিফতা,ফাহিম সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি