সিলেটে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে গেল বিমান
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৩:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণে ব্যর্থ হয়ে ফিরে গেল ঢাকায়। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (২৮ জুন) সকালে বাংলাদেশ বিমানের বিজি ৬০৫ ফ্লাইট বিমান বন্দরে অবতরণে ব্যর্থ হয়।
জানা যায়, বাংলাদেশ বিমানের বিজি ৬০৫ ফ্লাইট শুক্রবার ভোর ৪টা ৪০মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি একঘন্টা বিলম্বে ৫টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। কিন্তু সিলেটে বৈরি আবহাওয়ার কবলে পড়ে বিমান। কয়েকবার চেষ্টা করেও বিমানটি সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে অবতরণে ব্যর্থ হয়। পরে বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।
বিমানের যাত্রী সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শাব্বীর আহমদ ফয়েজ জানান, সিলেটে বৈরি আবহাওয়ার কারণে কয়েকবার চেষ্টা করেও বিমানটি ওসমানীতে অবতরণে ব্যর্থ হয়ে ফের ঢাকা চলে যায়। পরে শাহজালাল বিমান বন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলকে পেয়ে সিলেটের যাত্রীরা তাদের দুর্ভোগের কথা জানান।
ওসমানী বিমান বন্দর জানায়, বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমান বিজি ৬০৫ ফ্লাইটটি অবতরণে বিঘ্ন ঘটে। আবহাওয়া অনুকুলে আসলে বিমান বন্দরে আবার ফ্লাইট অবতরণ করবে।