সিলেটে মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৯, ৫:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান মিথিলা (২১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে মিথিলার মরদেহ উদ্ধার করা হয়।
মিথিলা এমএজি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাঁর বাবা আব্দুল হালিমও চিকিৎসক। নগরীর বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদুত হোসেন বলেন, ভোর ৬টায় দিকে ফাজিলচিস্ত থেকে ঝুলন্ত অবস্থায় মিথিলার লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পড়ালেখার চাপের কারণে ইসরাত জাহান মিথিলা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।