নিউজিল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত দম্পতির জেল
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৯, ৫:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নিউজিল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত এক দম্পতিকে জেলদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। এ দম্পতি বাংলাদেশি অভিবাসীদের নিয়ে তাদের দু’বছর ধরে শোষণ করাসহ বেশকিছু অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযুক্ত ওই দম্পতি হলেন মোহাম্মদ আতিকুল ইসলাম ও নাফিসা আহমেদ। তারা নিউজিল্যান্ডের নাগরিক এবং অকল্যান্ডে মিষ্টির ব্যবসা চালান। । এ খবর দিয়েছে অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ড।
বলা হয়েছে, তারা ওই শ্রমিকদের ঘণ্টায় মাত্র ৬ ডলার বা ৫০৭ টাকা করে পরিশোধ করেছে। অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বিরুদ্ধে বিচার হয়।
তবে তাদেরকে মানবপাচারের অভিযোগে অভিযুক্ত করেনি আদালত। নিউজিল্যান্ডের ইতিহাসে এটাই ছিল মানবপাচারের অভিযোগে বিচার। আতিকুল ৩০-এর কোঠায় বয়সী। তিনি একটি কোম্পানির পরিচালক। শ্রমিকদের শোষণ করা সহ ৭টি অপরাধে তাকে ৪ বছর ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অপরদিকে নাফিসা একজন হিসাবরক্ষক। তিনিও ৩০-এর কোঠায় রয়েছেন। তাকে দেয়া হয়েছে ২ বছর ৬ মাসের জেল। রয়েল বেঙ্গল ক্যাফের দুইজন বাবুর্চি তাদের বিরুদ্ধে নিউজিল্যান্ড কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাদের অপরাধ প্রকাশিত হয়ে পড়ে।