হবিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৯, ৭:২১ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে হবিগঞ্জ শহরের দুই রেস্টুরেন্টকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) বিকেলে শহরের টাউন হল রোডে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা। এসময় হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের স্বাস্থ্যকর খাবার নিশ্চিতের লক্ষ্যে টাউন হল রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন খাবার ও ইফতার বিতরণের দায়ে মধুবন রেস্টুরেন্টকে পাঁচ হাজার, একই অভিযোগে সাইজী খাঁজা রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।