সিলেটে দায় সারছেন নগরকর্তারা
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৯, ২:৫২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
প্রতি বছর রমজান মাসে বাজার মনিটরিংয়ে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ থাকলেও নগরবাসীর দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি এবার একেবারেই নির্বিকার। হয়নি কোনো আলাদা কমিটি।
সড়ক, ফুটপাত, ছড়া উচ্ছেদসহ সকল ক্ষেত্রেই সিলেট সিটি করপোরেশনের বিশেষ নজরদারী থাকলেও কেবল বাজার মনিটরিংয়ে নেই কোন উদ্যোগ। এ নিয়ে জনমনে কিছুটা অসন্তোষ থাকলেও জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে সিসিক মাঠে থাকবে উল্লেখ করে দায় সারছেন নগরকর্তারা।
রমজান উপলক্ষে নগরীর বিভিন্ন বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ইত্যাদি বিষয় নিয়ে নানা সমস্যা দেখা দেয়। বাদ পড়ে না নামীদামী প্রতিষ্ঠান। তাই রমজানে জনসাধারণের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বিবেচনায় রেখে বাজার মনিটরিংয়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ উদ্যোগ।
প্রতি বছররের ন্যায় সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলেও এ ক্ষেত্রে অনেকটা উদাসীন সিসিক কর্তৃপক্ষ। সিসিকের পক্ষ থেকে নিজেদের উদ্যোগে বাজার মনিটরিংয়ের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
তবে সুনির্দিষ্টভাবে কোন উদ্যোগ গ্রহণ করা না হলেও বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে আলাদা কোন কমিটি বা আলাদা কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কমিটি করা হয়েছে সেখানে সিসিকের ৫জন কর্মকর্তা থাকবেন।’
সিসিকের পক্ষ থেকে আলাদা কোন উদ্যোগ নেই কেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘মেয়র মহোদয় হয়তো নিজেই বাজার মনিটরিং করবেন। তবে বিশেষ কোন উদ্যোগ না থাকলেও মনিটরিং করা হবে বলে জানান তিনি।’