মৌলভীবাজারে ঘূর্নিঝড় ফণীর প্রভাবে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ১০:২১ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
ঘূর্নিঝড় ফণীর প্রভাবে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ধমকা বাতাসের সাথে বৃষ্টিপাতে সড়কে যানবাহন চলাচল খুবই সীমিত হয়ে পড়েছে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উপস্থিতি ছিল খুবই কম। মনু, ফানাই ও ধলাই নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার দুপুরের পর থেকে সারা জেলায় ধমকা বাতাসসহ হালকা বৃষ্টিপাত শুরু হয়।
তবে সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সারারাত বৃষ্টির পর শনিবার ভোর থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। ফলে শনিবার সব হাট বাজারে মানুষজনের উপস্থিতি ছিল না। মানুষজন বাড়ি ঘর থেকে তেমন বের হতে দেখা যায়নি। সড়কে যানবাহনের পরিমাণও ছিল কম। বৃষ্টির কারণে মৌলভীবাজার, কুলাউড়া, কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজার, বিভিন্ন হাট বাজারের অধিকাংশ দেকানপাঠ বন্ধ ছিল । বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষজনের বেশী কষ্ট হয়েছে। বৃষ্টির কারণে তারা ঘরের বাইরে কাজ করতে যেতে পারেনি।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক মামুনুর রশীদ বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত ২৯ দশমিক ৮ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৪৮ দশমিক ৪ মি:মি:। তিনি আরও বলেন, রাতেও আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে মনু ও ধলাই নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। তবে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া ও নদ-নদীর পানি বৃদ্ধির দিকে জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষনিক নজরদারী করছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দূযোর্গ ও ক্ষয় ক্ষতির খবর রাখা হচ্ছে।