হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৯, ৯:২২ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সামাজিক সংগঠন ‘হৃদয়ে রাজনগর’ সামাজিক সংস্থার উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৮০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, ছুলা, দুধ, সেমাই, খেজুর ও গাড়ি ভাড়া বাবত নগদ অর্থ বিতরণ করা হয়।
হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা প্রতিনিধি শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, ৭নং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, ইউপি সদস্য আব্দুস শহিদ ।
সংস্থার কামারচাক ইউনিয়ন প্রতিনিধি আলীম আল মুনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সংস্থার এডমিন প্রবাসী জুনেদ আহমদ শিপুর লিখিত বক্তব্য প্রদান করেন হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার প্রতিনিধি সাংবাদিক আহমদউর রহমান ইমরান, বক্তব্য রাখেন সংস্থা প্রতিনিধি ছালিক আহমদ, সুজেল খান, ইউনিয়ন প্রতিনিধি আক্তার হোসেন, শামসুল ইসলাম, রুমেন আহমদ, রিয়াজুল ইসলাম, জাকারিয়া আহমদ, শামসুল ইসলাম শাকিল, সদস্য রাসেল আহমদ প্রমূখ। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান, সংস্থার প্রতিনিধি হুমায়ুন কবীর চৌধুরী বেলাল, সুজিত দাস, অলিউর রহমান, টিপু আহমদ, কামরুল আহমদ, দুলাল মিয়া প্রমুখ।