নিয়ন্ত্রনে সিলেটের গোডাউনের আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৯, ১:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা আল খাজা নামের একটি মার্কেটের মধ্যে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভিতরে এখনো অনেক ধোঁয়া আছে। ধোঁয়া নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস।
এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রন কক্ষে দায়িত্বরত মতিউর রহমান।
বুধবার রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রসঙ্গত, নগরীর মহাজনপট্টিতে আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নর্থ ইস্ট থাই এলমুনিয়াম নামের একটি ক্যামিকেল গোডাউনে রাত ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গঠনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে।
আগুনের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন।