সিলেট বিমানবন্দর সড়ক চারলেন হবে : মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৯, ১:০১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত নতুন একটা উদ্যোগ আছে সেখানে চার লেনের রাস্তা হবে। এই চার লেনের রাস্তার প্রায় সব প্রস্তুতি শেষ। তিনি বলেন- রমজানের আগে আমি নতুন করে কোনো কাজ করবো না। রমজানের পরে আমি সব কাজ সম্পন্ন করবো। মজুমদারী পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর মজুমদারীস্থ এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মজুমদারী পঞ্চায়েত সমিতির সভাপতি হাজী মোস্তফা কামালের সভাপতিত্বে ও পঞ্চায়েত সমিতির সহ-সাধারণ সম্পাদক বজলুর রহমান (বাবুল) এবং শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামীম মজুদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাজী আবদুস সত্তার, প্রচার সম্পাদক আকরার বখ্ত মজুমদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এবিএম সাদেক জুনেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, সৈয়দ বদরুল হক, সৈয়দ ছদরুল হক, আবদুস শহীদ, জুন্নোন মজুমদার পল্লু, ফয়েজ খান পেয়ারা, ফারুক আলী, ইদ্রিস মিয়া, জাবের আহমদ চৌধুরী, সেলিম খান, জুবায়ের আহমদ, হিফজুর রহমান মাসুম, মুছাদ্দিক খান, রিয়াজ আহমদ, মুহিবুর রহমান মুন্না প্রমুখ।