লন্ডনে বাঙ্গালী পাড়ায় মহিলা ও চার বছর বয়সী শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ৯:০৯ অপরাহ্ণ
লন্ডন অফিস:
পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একটি ঘর থেকে মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩৭ বছর বয়সী এক পুরুষকে আটক করা হয়েছে। নিহত মহিলার বয়স ৩৫ বলে জানিয়েছে বিবিসি। এ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন তারা খবর পেয়ে দ্রত পৌছালেও ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে শ্যাডোয়েল রেল স্টেশন সংলগ্ন ক্রাউডার স্টিটের ফ্লাটে পৌছায় এবং কিছুক্ষণ পর এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ উক্ত ব্যক্তি ছাড়া আর কাউকে সন্দেহ করছে না। নিহতের পরিবারকে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে মৃত মহিলার নাম প্রকাশ করা হয়নি।
এদিকে সাফোকের নিউমার্কেট এলাকার পার্ক এভিনিউয়ের একটি ঘর থেকে শুক্রবার ২৮ বছর বয়সী মহিলা ও ৪ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ এ হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে এবং কমিউনিটির সহযোগিতা চেয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা উক্ত মহিলাকে সর্বদাই দেখতে এবং শিশুকে তারা বহুদিন পার্কে খেলতে দেখেছেন। তারা চেহারা ছিল মায়বি, সবসময় হাসিমুখে থাকত। নির্মম এই হত্যাকান্ডের প্রতিবেশিরা নির্বাক।