মানবন্ধন কর্মসূচী বাস্তবায়নে ওসমানীনগর শিক্ষক সমিতির সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৯, ৭:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী বাস্তবায়ন করতে সভা করেছে ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার বিকেলে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন সূত্রধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মুমিনুর রশিদ, সহকারি প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, নিখিল চন্দ্র দাস, মিজানুর রহমান চৌধুরী, শামছুল হক, সহকারি শিক্ষক নেপাল চন্দ্র দেব, আনোয়ার হোসেন, আবদুস শহিদ প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষকদের বেতন থেকে অবসর ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ শতাংশ টাকা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের জোর দাবি জানান। একই সাথে এর প্রতিবাদে সিলেট জেলা কমিটির পূর্ব ঘোষিত সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে রবিবারের মানববন্ধনে কর্মসূচী বাস্তবায়নে উপজেলার সকল বিদ্যালয় থেকে শিক্ষকদের অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।