ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, কলেজছাত্রীসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৯, ৭:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় এক রিকশা চালক নিহত এবং কলেজ ছাত্রীসহ তিন জন আহত হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রী কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিকশা চালকের নাম সাবাজ আলী (১৮)। সে বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের নাহার আলীর পুত্র।
জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে ব্যাটারি চালিত রিকশাযোগে গোয়ালাবাজার মহিলা ডিগ্রী কলেজের বিএ প্রথমবর্ষের পরীক্ষার্থী ফারজানা বেগম ও বন্যা দত্ত কলেজে যাচ্ছিলেন। কলেজের প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল (সিলেট-ল-১২-২৮৮৭) তাদের রিকশাকে চাঁপা দিলে রিকশা চালকসহ তারা মহাসড়কে ছিটকে পড়েন। এসময় ঘটনা স্থলেই রিকশা চালক সাবাজ আলীর মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী ফয়েজ মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফয়েজ মিয়া উপজেলার মোবারকপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। তবে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে আহত দুই ছাত্রী পরীক্ষা দিতে সক্ষম হন।
তাজপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ ও এ ঘটনায় মারাত্মক আহত একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়। দুই ছাত্রী আহত হলেও তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে পরীক্ষা দিতে পেরেছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।