জামিন নামঞ্জুর, কারাগারে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সভাপতি
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৯, ১০:২১ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সিলেট জেলা দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০১৮ সালে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গত ২ সেপ্টেম্বর রাতে বিয়ানীবাজার পৌর এলাকার কসবা কোনাপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান ফয়েজ।