মৌলভীবাজারে একই গোরস্থানে সমাহিত করা হচ্ছে মুসলমান,হিন্দু ও খ্রীষ্টান
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৯, ৯:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারে একই গোরস্থানে হিন্দু মুসলমান এবং খ্রীষ্টানদের সমাহিত করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতির এ এক অনন্য দৃষ্টান্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলায় এই কবরস্থান অবস্থিত। একই কবরস্থানে মুসলমান, হিন্দু, খ্রীস্টানদের পাশাপাশি সমাহিত করা হচ্ছে। সমাধিস্থলের মাঝে কেনো দৃশ্যমান চিহ্ন বা বেড়া নেই। কবরস্থানকে ঘিরে সেখানে একটি মন্দির, মসজিদ, চার্চ রয়েছে। কবর স্থানের পাশেই বিশাল মাঠে প্রতিবছর ওয়াজ মাহফিল, কীর্তন, এবং চার্চের যাবতীয় অনুষ্ঠানা হয়ে থাকে। পারুল করাইয়া (৬৫) নামের স্থানীয় ইউপি সদস্য জানান, মাধবপুর ইউনিয়নে ৫০ একর জায়গায় জুড়ে কবরস্থানটি গড়ে উঠেছে।
পারুল জানান, তার দাদা তাকে জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকে এই সমাধিক্ষেত্রটি দেখে আসছেন। এক সময় হিন্দু, খ্রীস্টানদের সমাহিত করা হত এখানে। স্বাধীনতার পর মুসলমানদেরকেও এখানে দাফনের সিদ্ধান্ত হয়। তিনি বলেন এখানে কেনো ডিভাইডার দেয়াল নেই। আসহাবুল ইসলাম শাওন বলেন, একই সময়ে তিন ধর্মের লোকদের সমাহিত করতে দেখা যায় ।
স্থানীয় অধিবাসী গৌরি ওরাং বলেন, আমার বাবা, চাচা, আমার খ্রীস্টান বন্ধু, এবং মুসলমান প্রতিবেশিদের লাশ এখানে সমাধিস্থ করা হচ্ছে এ কবরস্থানে। সকল ধর্মীয় সংর্কিণতা ভুলে অন্তিম শয়ানে এখানে চিরশান্তিতে ঘুমাচ্ছেন তিন ধর্মেরই লোক। এযেন বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তির এক অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসীর প্রত্যাশা তাদের এ দৃষ্টান্ত বাংলাদেশ তথা পৃথিবীর অন্য স্থানেও অনুসরণ করা হউক, তবেই পৃথিবীতে সকল ধর্মানুসারীদের মধ্যে হানাহানি বন্ধ হতে পারে। সত্যিকার অর্থে পৃথিবীতে বইবে শান্তির সুবাতাস।