হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৯, ১২:১৩ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের ফজলুল হকের ছেলে আকরামুল হক ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সায়েদুল ইসলাম।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিকেলে আকরামুল ও সায়েদুল বাড়ির পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করতে যায়। এসময় তারা খেলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
পরে তাদের মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এসময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।