সিলেটের সন্তান জায়ানের অকাল মৃত্যুতে যুক্তরাজ্য যুবলীগের শোক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৯, ১০:৩৮ অপরাহ্ণ
আব্দুল হামিদ নাছার:
শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হওয়ার খবরে দেশ-বিদেশের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। রোববার রাতে এ খবর পৌঁছানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে দল মত নির্বিশেষে সকল মানুষ। প্রাণপ্রিয় নেতার আদরের নাতি জায়ান চৌধুরীর মর্মান্তিক মৃত্যু দলের নেতাকর্মীদের বাকরুদ্ধ করে দিয়েছে।
সিলেটের সন্তান জায়ানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের পক্ষে সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন।
তারা এক বিবৃতিতে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন এই নিষ্পাপ শিশু জায়ান কে জান্নাতবাসী করেন এবং আহত মশিউল হক এর দ্রুত সুস্থতা ও আরোগ্য দান করেন।
উল্লেখ্য, গতকাল রবিবার শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় এ পর্যন্ত ২৯০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো পাঁচ শতাধিক। এ ঘটনায় জায়ান চৌধুরী নিহত এবং তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হন।