সরকারের উন্নয়নের মাধ্যমে দেশের জনগণ উপকৃত হচ্ছেন : এম.পি মাহমুদ উস-সামাদ
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ১০:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-৩ আসনের এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন- সরকারের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে সিলেট-৩ নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদুৎ সহ নানা উন্নয়ন সাধিত হচ্ছে। ফলে জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক স্বল্পতা দূর করে শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে।
এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী ২০ এপ্রিল শনিবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ১৪ লক্ষ টাকা ব্যয়ে চকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ শেষে এবং ৯ লক্ষ টাকা ব্যয়ে সিলাম পঞ্চায়েতি কবরস্থান উন্নয়ন শেষে পৃথক পৃথক উদ্ভোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
চকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা তেতলী ইউ/পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিলাম ইউ/পি চেয়ারম্যান ইকরাম হোসেন বকত, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ লাল, ফে ুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সিলাম ইউ/পি ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল, ইছবর আলী প্রমুখ।