প্রবাসী নবগ্রাম চ্যারিটি সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৯, ৯:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মাদার বাজারের নবগ্রামের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসিদের সংস্থা প্রবাসী নবগ্রাম চ্যারিটি সংস্থার সাধারণ সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
প্রবাসী নবগ্রাম চ্যারিটি সংস্থার সভাপতি নুরুল হাসান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শানুর মিয়ার পরিচালনায় সাধারণ সভায় এলাকার উন্নয়নের লক্ষ্যে আলোচনা করা হয় এবং সংস্থার সদস্য করার জন্য সকলকে অনুরোধ করা হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন আব্দুল আজিজ (আরিজ মিয়া মেম্বার), আনছার হুসন, আনহার হুসেন, আব্দুল হান্নান, শামীম মিয়া, শফিক মিয়া , রাজু আহমদ, লাহিন মিয়া । উল্লেখ্য ওসমানীনগরের মাদার বাজারের ব্যবসায়ী ক্যান্সার আক্রান্ত সাদিকুর রহমান মিছবাহ কে সংস্থার পক্ষ থেকে একটি সিএনজি প্রদান করা হবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।