সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ১০:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন ১৫ এপ্রিল সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২নং বার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট আলী আমজাদ এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ চাঁন মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট সাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুক্কুর আলী, বিভাগীয় কমিটির সহ সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মুমেন প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বিজ্ঞপ্তি