ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত তিন জনের পরিবারকে আর্থিক অনুদান
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৯, ৯:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের ফেঞ্চুগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হওয়া ৩ কৃষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে ২০হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক প্রদান করেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জিতু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। স্থানীয় উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার বজ্রপাতে ফেঞ্চুগঞ্জে তিন কৃষক নিহত হন। বেলা ১১টার দিকে উপজেলার ধুপড়ি হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।