সিলেটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই সাংবাদিক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৯, ২:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বর্ণমালা পয়েন্টে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন দুই সাংবাদিক। শুক্রবার বেলা আড়াইটার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বর্ণমালা পয়েন্টের আশপাশের এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের দোকান। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবেই চলছে এসব সিলিন্ডারের ব্যবসা। শুক্রবার ওই এলাকায় স্প্রেক্টা অক্সিজেন লিমিটেড নামের একটি দোকানে ট্রাক থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে।
সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ও সিলিন্ডারের ফেটে পড়া অংশ পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ভেদ করে প্রায় একশ’ গজ দূরে একটি মোটর সাইকেলের উপর পড়ে। ওই মোটরসাইকেলে করে তখন এই সড়ক দিয়ে যাচ্ছিলেন চ্যানেল২৪-এর সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদ ও ভোরের কাগজ’র ফটোসাংবাদিক অসমিত অভি।
সাংবাদিক গুলজার আহমদ জানান, উত্তর বাগবাড়ি এলাকার মদিনা মার্কেট রোডে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো অ-১১-৪৭৬৫) বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ছিল। ট্রাক থেকে সিলিন্ডারগুলো নামিয়ে ওই প্রতিষ্ঠানে নেয়া হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডারের মুখে লাগানো ভালব বিস্ফোরিত হলে সিলিন্ডারটি উড়ে গিয়ে পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশার সামনে আঘাত করে এটিকে দুমড়েমুচড়ে দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে উড়ন্ত সিলিন্ডারটি পেছনে মোটরসাইকেলে থাকা তাদেরকে আঘাত করে। এতে তারা দুজন আহত হন।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিলিন্ডার ভর্তি একটি ট্রাক জব্দ করে নিয়ে আসে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।