সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৯, ১২:০৮ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়। কমলগঞ্জের কর্মরত সাংবাদিক ও সুধীজনের সরব উপস্থিতিতে বর্ষপ‚র্তি অনুষ্টান এক মিলন মেলায় পরিণত হয়। ৩১ মার্চ রোববার রাত সাড়ে ৮টায় সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ ব্যক্তিগত কার্যালয়ে ৭ম বর্ষপ‚তি উৎসবে যোগ দেয়া অতিথিদের ফুলেল শুভেচছা জানান কাগজ পরিবার। আগত অতিথিরা একে একে প্রতিষ্টাবার্ষিকীতে কমলগঞ্জের কাগজের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক, প্রধান সম্পাদককে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। এর পর শুভ জন্ম দিনের আনুষ্ঠানিক কেক কাটা হয়।
সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এবং কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি ন‚রুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অনিমেশ পাল লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।